স্পেল্টার হতে বিশুদ্ধ জিংক প্রস্তুতি: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি আপনারা “স্পেল্টার হতে বিশুদ্ধ জিংক প্রস্তুতি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
স্পেল্টার হতে বিশুদ্ধ জিংক প্রস্তুতি
তড়িৎ বিশোধন পদ্ধতিতে স্পেল্টার হতে বিশুদ্ধ জিংক নিষ্কাশন করা যায়।
কার্বন বিজারণ প্রণালীতে জিংক ব্লেন্ড হতে প্রাপ্ত স্পেল্টারে Pb, Fe, Al, Cd ইত্যাদি ভেজাল থাকে।
একটি ট্যাঙ্কে লঘু সালফিউরিক এসিড মিশ্রিত জিংক সালফেট দ্রবণে স্পেল্টারের তৈরি পুরো পাতকে অ্যানোড এবং 100% বিশুদ্ধ জিংকের পাতলা পাতকে ক্যাথোড হিসেবে নিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয়। স্পেল্টার হতে বিশুদ্ধ জিংক ক্যাথোডে জমা হয়।
এতে 99% বিশুদ্ধ জিংক পাওয়া যায়।
অ্যানোড বা জারণ বিক্রিয়াঃ
- Zn ------> Zn²+ +2e
ক্যাথোড বা বিজারণ বিক্রিয়াঃ
- Zn²+ + 2e -----> Zn
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে স্পেল্টার হতে বিশুদ্ধ জিংক প্রস্তুতি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।