রোধের উষ্ণতা সহগ কাকে বলে? ব্যাখ্যা কর।: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “রোধের উষ্ণতা সহগ কাকে বলে? ব্যাখ্যা কর।” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
রোধের উষ্ণতা সহগ কাকে বলে? ব্যাখ্যা কর।
0°C তাপমাত্রায় 1Ω রোধবিশিষ্ট কোনো একটি পরিবাহীর রোধ 1°C বৃদ্ধি করলে এর রোধ যে পরিমাণ বৃদ্ধি পায়, তাকে রোধের উষ্ণতা সহগ বলে। যেমন, কোনো একটি ধাতুর রোধের উষ্ণতা সহগ 0.005 (°C)-1 বলতে বুঝায়, 0°C তাপমাত্রায় ঐ ধাতুর তৈরি 1Ω রোধের একটি খণ্ড নিয়ে এর তাপমাত্রা 1°C বৃদ্ধি করলে খণ্ডটির রোধ 0.005Ω পরিমাণ বৃদ্ধি পাবে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে রোধের উষ্ণতা সহগ কাকে বলে? ব্যাখ্যা কর। বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।