রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহের গুরুত্ব কি? - রসায়ন [২০২৩]

রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহের গুরুত্ব কি? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহের গুরুত্ব কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহের গুরুত্ব কি?

রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহের গুরুত্ব কি?

রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহের যথেষ্ট গুরুত্ব আছে। 

হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে পানিতে বিদ্যুৎপ্রবাহ চালনা করতে হয়। 

   2H₂O ------> 2H₂ + O₂

লবণ পানির মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করলে কস্টিক সোডা, হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।

NaCl+H₂O ------>NaOH+H₂+Cl₂

এছাড়া অক্সিজেনের মধ্যে দিয়ে নিঃশব্দে বিদ্যুৎক্ষরণের মাধ্যমে ওজোন গ্যাস তৈরি করা হয়। 

    3O₂ ------> 2O₃

অতএব, উপরোক্ত বিশ্লেষণ থেকে দেখা যায় রাসায়নিক বিক্রিয়া সংগঠনের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের গুরুত্ব অনেক।

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহের গুরুত্ব কি?  বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন