জটিল যৌগের নাম ও সংকেত: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি আপনারা “জটিল যৌগের নাম ও সংকেত” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
জটিল যৌগের নাম ও সংকেত
- [Cu(NH₃)₄]²+ টেট্রা অ্যামমিন কপার (II) আয়ন।
- [Cu(NH₃)₄]SO₄ টেট্রা অ্যামমিন কপার (II) সালফেট।
- [CuCl₄]²-টেট্রা ক্লোরো কিউপ্রেট (II) আয়ন।
- [Cu(NH₃)₂Cl₂]SO₄ ডাই অ্যামমিন ডাই ক্লোরো কপার (II) সালফট।
- [CuCl₂]- ডাই ক্লোরো কিউপ্রেট (II) আয়ন।
- [Ag(NH₃)₂]+ ডাই অ্যামমিন সিলভার (I)আয়ন।
- [Ag(NH₃)₂]Cl ডাই অ্যামমিন সিলভার (I) ক্লোরাইড ।
- K[Ag(CN)₂] পটাসিয়াম ডাই সায়ানো আর্জেন্টেট ।
- [Ag(CN)₂]- ডাই সায়ানো আর্জেন্টেট (I) আয়ন।
- [Co(NH₃)₆]³+ হেক্সা অ্যামমিন কোবাল্ট (III) আয়ন।
- [CoCl₂(NH₃)₄]+ টেট্রা অ্যামমিন ডাই ক্লোরো কোবাল্ট (III) আয়ন।
- [CoCl₄]²- টেট্রা ক্লোরো কোবাল্টেট (II) আয়ন।
- [Co(OH)₄]²- টেট্রা হাইড্রক্সো কোবাল্টেট (II) আয়ন।
- [Co(NH₃)₆]²+ হেক্সা অ্যামমিন কোবাল্ট (II) আয়ন।
- [Co(NO₂)₆]³- হেক্সা নাইট্রো কোবাল্টেট (III) আয়ন।
- [Co(SO₄)(NH₃)₄]+ টেট্রা অ্যামমিন সালফেটো কোবাল্ট (III) আয়ন।
- [CoCl₂(NH₃)₄]+ টেট্রা অ্যামমিন ডাই ক্লোরো কোবাল্ট (III) আয়ন।
- [Cr(H₂O)₆]³+ হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম (III) আয়ন।
- [Cr(H₂O)₆]Cl হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম (III) ক্লোরাইড ।
- [Cr(CN)₂(H₂O)₄]Cl₃ টেট্রা অ্যাকুয়া ডাই সায়ানো ক্রোমিয়াম (III) ক্লোরাইড।
- [CrCl₂(H₂O)₄]Cl টেট্রা অ্যাকুয়া ডাই ক্লোরো ক্রোমিয়াম (III) ক্লোরাইড।
- [Ni(CO)₄] টেট্রা কার্বনিল নিকেল (0).
- [Ni(NH₃)₆]²+ হেক্সা অ্যামমিন নিকেল (II) আয়ন।
- [Ni(CN)₄]²- টেট্রা সায়ানো নিকেলেট (II) আয়ন।
- [Fe(CO)₅] পেন্টা কার্বনিল আয়রন (0)
- K₃[Fe(CN)₆] পটাসিয়াম হেক্সা সায়ানো ফেরেট (III)
- [Fe(CN)₆]⁴- হেক্সা সায়ানো ফেরেট (II) আয়ন।
- [Fe(CN)₆]³- হেক্সা সায়ানো ফেরেট (III) আয়ন।
- [FeF₆]³- হেক্সা ফ্লোরো ফেরেট (III) আয়ন।
- [Fe(SCN)(H₂O)₅]²+ পেন্টা অ্যাকুয়া থায়োসায়ানেটো আয়রন (III) আয়ন।
- [Fe(C₂O₄)₃]³- ট্রাই অক্সালেটো ফেরেট (III) আয়ন।
- [Fe(OH)₂(H₂O)₄]+ টেট্রা অ্যাকুয়া ডাই হাইড্রক্সো আয়রন (III) আয়ন।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে জটিল যৌগের নাম ও সংকেত বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।