ক্ষারীয় অক্সাইড কি? -রসায়ন [২০২৩]

ক্ষারীয় অক্সাইড কি? :  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “ক্ষারীয় অক্সাইড কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

ক্ষারীয় অক্সাইড কি?

ক্ষারীয় অক্সাইড কি?

ক্ষারীয় অক্সাইডঃ  যেসব অক্সাইড অম্লের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে তাদেরকে ক্ষারীয় অক্সাইড বলে।

ধাতব অক্সাইড গুলি ক্ষারীয় হয়। এসব অক্সাইড অম্লের সাথে বিক্রিয়া করে।

গ্রুপ 1 এর মৌল লিথিয়াম(Li), সোডিয়াম(Na), পটাসিয়াম(K), সিজিয়াম(Cs), রুবিডিয়াম(Rb), ফ্রান্সিয়াম(Fr)।

গ্রুপ- 2 এর মৌল ম্যাগনেসিয়াম(Mg), ক্যালসিয়াম(Ca), স্ট্রনশিয়াম(Sr)। 

আবার কিছু অবস্থান্তর মৌল আয়রন(Fe), ক্রোমিয়াম(Cr), ম্যাঙ্গানিজ(Mn) ইত্যাদির অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে।

  • 2HCl + Na₂O ----->2NaCl + H₂O
  • 2HCl + K₂O -------> 2KCl + H₂O
  • 2HCl +MgO -------> MgCl₂+ H₂O
  • 2HCl + CaO -------> CaCl₂ + H₂O
  • 2HCl + FeO ------> FeCl₂ + H₂O
  • 6HCl+Cr₂O₃ ------>2CrCl₃+3H₂O

ধাতব অক্সাইড গুলি পানির সাথে বিক্রিয়া করে ক্ষার গঠন করে।

  • Na₂O + H₂O -------> 2NaOH
  • MgO + H₂O ------> Mg(OH)₂
  • FeO  + H₂O -------> Fe(OH)₂

ধাতব অক্সাইড এর জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ক্ষারীয় অক্সাইড কি?  বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন