এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য - রসায়ন [২০২৩]

এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি আপনারা “এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য

এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য

এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য নিম্নরূপঃ 

১. এক সমতুলীয় আলো সমান্তরাল দুটি নিকেল প্রিজমের মধ্য দিয়ে চলতে পারে।

২. নিকেল প্রিজম দুটি লম্বভাবে থাকলে আলো প্রথম প্রিজমের ভেতর দিয়ে বের হয়ে আর দ্বিতীয় প্রিজমের ভেতর দিয়ে পূর্বের সরল পথে আসতে পারে না। ফলে পূর্বের সরল পথটি অস্বচ্ছ হয়ে থাকে।

৩. দুই সমান্ততরাল নিকেল প্রিজমের বিন্যাসের প্রথম প্রিজমের ভেতর দিয়ে এক সমতুলীয় আলো আসার পর কোন কারনে ঐ এক সমতুলীয় আলোর পথ ধীরে ধীরে কৌনিক ঘূর্ণনে দিক পরিবর্তন করলে, তখনও দ্বিতীয় সমান্তরাল প্রিজমের ভেতর দিয়ে পূর্বের পথে আলো প্রসারিত হতে পারে না। ফলে পূর্বের আলোর সরল পথ  অস্বচ্ছ হয়ে ওঠে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন