শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ- রসায়ন [২০২৩]

শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ

শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ

শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ড দুই রকম।

১. Weak field লিগ্যান্ড।

যেমনঃ H₂O ; NO ; PH₃ ; R-NH₂ ; 

R-O-R ; C₆H₅-NH₂ ইত্যাদি।

এই ধরনের লিগ্যান্ড দ্বারা সৃষ্ট জটিল যৌগের বর্ণ হালকা হয়।

২. Strong field লিগ্যান্ড।

NH₃ ; SCN- ; CO ; CN- ইত্যাদি।

এই ধরনের লিগ্যান্ড দ্বারা সৃষ্ট জটিল যৌগের বর্ণ গাঢ় হয়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন