ফ্লোরিন এর ব্যবহার- রসায়ন [২০২৩]

ফ্লোরিন এর ব্যবহার:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি আপনারা “ফ্লোরিন এর ব্যবহার” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

ফ্লোরিন এর ব্যবহার-

ফ্লোরিন এর ব্যবহার

ফ্লোরিন এর ব্যবহার নিম্নরূপঃ 

১.বাণিজ্যিক ভিত্তিতে হিমায়ক হিসেবে ফ্রিয়ন -11, ফ্রিয়ন -12 প্রভৃতি ফ্লোরো কার্বন যৌগ ব্যবহৃত হয়।

২. টেফনল নামক প্লাস্টিক ফ্লোরোকার্বন যৌগ থেকে উৎপন্ন হয়।

৩. পারমাণবিক শক্তি উৎপাদনে ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238 আইসোটোপকে পরস্পর থেকে পৃথক করার কাজে ফ্লোরিন ব্যবহার করা হয়।

৪. প্যারা ফ্লোরো কার্বনে অক্সিজেন খুব দ্রবণীয়। এইজন্য রক্তে উপস্থিত অক্সিজেনবাহী প্রোটিন তথা হিমোগ্লোবিন এর বিকল্প হিসেবে আধুনিক চিকিৎসা ক্ষেত্রে ফ্লোরিন ব্যবহার করা হয়।


আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ফ্লোরিন এর ব্যবহার বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন