প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধকরন কী? - রসায়ন [২০২৩]

প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধকরন কী? :  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধকরন কী? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধকরন কী? - রসায়ন [২০২৩]

প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধকরন কী?

বায়ুমন্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক ভাবে মটর, ছোলা, শিম, মটরশুটি প্রভৃতি লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শেকড়ে যে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থাকে তার সাহায্যে উদ্ভিদ বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে এবং উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধ করে রাখে। 

এছাড়া বজ্রপাতের সময় বিদ্যুৎক্ষরণে উৎপন্ন 3000ºC তাপমাত্রায় বায়ুর নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে NO উৎপন্ন করে যা পরে 50ºC তাপমাত্রায় জারিত হয়ে NO₂ উৎপন্ন করে। 

বৃষ্টির পানির সাথে NO₂ বিক্রিয়া করে HNO₃ গঠন করে যা মাটির ক্ষারীয় পদার্থ চুন বা চুনাপাথর প্রভৃতির সাথে বিক্রিয়া করে ধাতব নাইট্রেট গঠন করে মাটিতে জমা হয়। এতে প্রায় 20% নাইট্রোজেন বিদ্যমান থাকে। 

  • N₂ + O₂ --------> 2NO
  • 2NO + O₂ ------> 2NO₂
  • 2NO₂ +O₂ +2HNO₃ ----->4HNO₃
  • CaCO₃+ 2HNO₃ ----> Ca(NO₃)₂ + CO₂ + H₂O

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধকরন কী?  বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন