ধাতুর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে- রসায়ন [২০২৩]

ধাতুর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি আপনারা “ধাতুর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

ধাতুর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে

ধাতুর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে

উত্তপ্ত ধাতুর সাথে উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ধাতব নাইট্রাইড উৎপন্ন হয়। 

যেমনঃ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি ধাতুর সাথে নাইট্রোজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রাইড, ম্যাগনেসিয়ামনাইট্রাইড, সোডিয়াম নাইট্রাইড উৎপন্ন করে।

  • 3Ca + N₂ -----> Ca₃N₂
  • 6Na + N₂ -----> 2Na₃N
  • 6K + N₂ ------> 2K₃N
  • 3Mg + N₂ -----> Mg₃N₂

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ধাতুর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন