জিংক অবস্থান্তর ধাতু নয় কেন? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “জিংক অবস্থান্তর ধাতু নয় কেন? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
জিংক অবস্থান্তর ধাতু নয় কেন?
যেসকল মৌলের কোন স্থিতিশীল আয়নের সর্ববহিঃস্থ d-অরবিটাল আংশিক পূর্ণ (d¹ - d⁹) থাকলে তাদেরকে অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু বলে।
জিংক এর স্হিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ
Zn²+ (30) ----> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d¹º
ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, Zn²+ এর স্থিতিশীল আয়নে d- অরবিটালে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে।
কাজেই জিংক অবস্থান্তর ধাতু নয়।
তাই বলা যায়, জিংক শুধু d-ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর মৌল নয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে জিংক অবস্থান্তর ধাতু নয় কেন? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।