ক্রোমিয়ামের জারণ অবস্থা -রসায়ন [২০২৩]

ক্রোমিয়ামের জারণ অবস্থা:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।

আমি জানি আপনারা “ক্রোমিয়ামের জারণ অবস্থা” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

ক্রোমিয়ামের জারণ অবস্থা

ক্রোমিয়ামের জারণ অবস্থা

ক্রোমিয়াম +2 ; +3 ; + 6 এই তিন ধরনের জারণ অবস্থা প্রদর্শন করে। 

এই তিন ধরনের যৌগের মধ্যে ক্রোমিয়াম +3 যৌগসমূহ সবচেয়ে বেশি স্থায়ী ; +2 যৌগসমূহ শক্তিশালী বিজারক এবং +6 যৌগ সমূহ শক্তিশালী জারক রূপে ক্রিয়া করে। 

ক্রোমিয়াম এর জারণ অবস্থা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এদের অক্সাইড সমূহের অম্লতা বৃদ্ধি পায় ; আয়নিক ধর্ম হ্রাস ও সহযোজ্যতা বৃদ্ধি পায়।

যেমনঃ CrO  ক্ষারধর্মী ; Cr₂O₃ উভধর্মী ; CrO₃ অম্লধর্মী অক্সাইড। 

আবার, Cr³+ হালকা নীল বা সবুজ, CrO₄²- হলুদ এবং Cr₂O₇²- কমলা বর্ণের আয়ন গঠন করে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ক্রোমিয়ামের জারণ অবস্থা বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন