ইস্পাতে পান দেওয়া- রসায়ন [২০২৩]

ইস্পাতে পান দেওয়া:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “ইস্পাতে পান দেওয়া” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

ইস্পাতে পান দেওয়া

ইস্পাতে পান দেওয়া

বিভিন্ন তাপমাত্রায় সাধারণ ইস্পাতকে উত্তপ্ত ও শীতল করে প্রথমে কঠিন ও পরে নমনীয় করার প্রক্রিয়াকে পান দেওয়া বা টেম্পারিং বলে। 

এতে ইস্পাতের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় এবং ভঙ্গুরতা লোপ পায়।

সাধারণ ইস্পাতকে লোহিত তপ্ত করে হঠাৎ ঠান্ডা পানির ভেতর ফেলে ঠান্ডা করলে ইহা অত্যন্ত শক্ত ও ভঙ্গুর হয়। এই কঠিন ও ভঙ্গুর ইস্পাতকে পুনরায় কোন নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করে ধীরে ধীরে ঠান্ডা করলে এর ভঙ্গুরতা লোপ পায় এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। 

এভাবে ইস্পাতকে প্রথমত কঠিন ইস্পাতে পরিণত করে কোমলায়িত করাকে পান দেওয়া বলে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ইস্পাতে পান দেওয়া বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন