ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কি? [২০২৩] | ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের প্রকারভেদ

ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কি?

ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কি?

ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর তিন টার্মিনাল বিশিষ্ট এক ধরনের সলিডস্টেট ডিভাইস। এ ডিভাইসের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তন নিয়ন্ত্রণ করে। এজন্য এর এ নামকরণ করা হয়েছে।

এ ধরনের ট্রানজিস্টরের গঠনের ধারণা আসান আগে বাইপোলার জাংশন ট্রানজিস্টর (bipolar junction transistor - BJT) ব্যবহৃত হতো। বর্তমানে BJT-এর পরিবর্তে সকল স্থানেই FET ব্যবহৃত হয়, কারণ FET অনেকটাই সরল।

ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের প্রকারভেদ 

FET মূলত তিন ধরনের হয়ে থাকে:

  • জেফেট (JFET) - Junction Field-Effect Transistor
  • মসফেট (MOSFET) - Metal-Oxide-Semiconductor Field-Effect Transistor
  • মেসফেট (MESFET) - Metal-Semiconductor Field-Effect Transistor

FET-এর আরো কিছু ধরন রয়েছে। এই ধরনগুলো ছাড়াও উপরিউক্ত তিন ধরনেরই আরো রকমভেদ রয়েছে যেগুলো বিভিন্ন ক্ষেত্র বিভিন্নভাবে ব্যবহার করা হয়।

  • এইচফেট (HFET) - Heterostructure Field-Effect Transistor
  • মডফেট (MODFET) - Modulation-Doped Field Effect Transistor
  • ফ্রেডফেট (FREDFET) - Fast-Reverse Epitaxial Diode Field-Effect Transistor

ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের ব্যবহার 

Field Effect Transistor (FET) এর ইনপুট উচ্চ Impedence এবং আউটপুট স্বল্প Impedence থাকায় এটি অনেক উন্নত মানের। তাই এটি বেশি ব্যবহৃত হয়।

  • FET এর উচ্চ Impedence এর কারণে বর্তনীতে লোডিং ক্রিয়া খুব কম হয়। তাই উন্নতমানের ভোল্টমিটার, বিভিন্ন পরিমাপ যন্ত্রপাতি, দোলনদর্শী ইত্যাদিতে বহুল পরিমাণে এর ব্যবহার করা হয়।
  • লজিক বর্তনীতে FET ব্যবহার করা হয়।
  • FM এবং TV গ্রাহকযন্ত্রে মিশ্রণ ক্রিয়া সম্পাদনে FET ব্যবহৃত হয়।
  • FET এর আকার ক্ষুদ্র হওয়ায় LSI বর্তনী এবং কম্পিউটারের মেমোরিতে FET ব্যবহার করা হয়।


ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (FET) ও বাইপোলার ট্রানজিস্টরের পার্থক্য কি?


ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ও বাইপোলার ট্রানজিস্টরের পার্থক্য নিম্নরূপ :


ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (FET)

  • এতে এক ধরনের বাহক কাজ করে। এজন্য একে ইউনিপোলার ট্রানজিস্টর বলা হয়।
  • FET এর গেটে বিপরীত বায়োস প্রয়োগ করা হয় ফলে ইনপুট রোধ উচ্চমানের হয়।
  • FET হচ্ছে ভোল্টেজ নিয়ন্ত্রিত ডিভাইস।

বাইপোলার ট্রানজিস্টর

  • এতে উভয় ধরণের বাহক কাজ করে। এজন্য একে বাইপোলার ট্রানজিস্টর বলে।
  • ট্রানজিস্টরের ইনপুট বাইপোলার সার্কিট সম্মুখ বায়োস হওয়ায় এর রোধ কম হয়।
  • বাইপোলার ট্রানজিস্টর হচ্ছে কারেন্ট নিয়ন্ত্রিত ডিভাইস।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন