আণবিক সংকেত কাকে বলে?- রসায়ন [২০২৩]

আণবিক সংকেত কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা “আণবিক সংকেত কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

আণবিক সংকেত কাকে বলে?

আণবিক সংকেত কাকে বলে?

আণবিক সংকেতঃ  যে সংখ্যা দ্বারা কোন মৌলিক বা যৌগিক পদার্থের অন্তর্গত বিভিন্ন মৌলের পরমাণুর সঠিক সংখ্যা প্রকাশ পায়, তাকে ঐ পদার্থের আণবিক সংকেত বলা হয়। 

যেমনঃ অ্যামোনিয়া NH₃ ; সালফিউরিক অ্যাসিড H₂SO₄ ; বেনজিন C₆H₆ ইত্যাদি।

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে আণবিক সংকেত কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন