লোহায় মরিচা রোধ করার উপায় কি? -রসায়ন [২০২৩]

লোহায় মরিচা রোধ করার উপায় কি? :  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “লোহায় মরিচা রোধ করার উপায় কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

লোহায় মরিচা রোধ করার উপায় কি?

লোহায় মরিচা রোধ করার উপায় কি?

পানি ও বায়ু থেকে লোহাকে রক্ষা করতে পারলে লোহায় মরিচা ধরে না। বিভিন্নভাবে লোহায় মরিচা পড়া রোধ করা যায়।

১. লোহার উপর রং ও বার্নিশের প্রলেপ দেওয়া।

২. লোহার উপর ফেরোসোফেরিক অক্সাইডের পাতলা প্রলেপ দিলে লোহায় মরিচা পড়ে না।

৩. লোহার ওপর জিংকের প্রলেপ বা গ্যালভানাইজিং করা।

৪. লোহায় টিন প্লেটিং করলে মরিচা পড়ে না।

৫. ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে লোহাতে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিলে লোহায় মরিচা পড়ে না।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে লোহায় মরিচা রোধ করার উপায় কি?  বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন