অ্যামোনিয়া উৎকৃষ্ট লিগ্যান্ড কেন? -রসায়ন [২০২৩]

অ্যামোনিয়া উৎকৃষ্ট লিগ্যান্ড কেন? :  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “অ্যামোনিয়া উৎকৃষ্ট লিগ্যান্ড কেন? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

অ্যামোনিয়া উৎকৃষ্ট লিগ্যান্ড কেন?

অ্যামোনিয়া উৎকৃষ্ট লিগ্যান্ড কেন?

অ্যামোনিয়া একটি উৎকৃষ্ট লিগান্ড। কারণ, অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুর আকার ক্ষুদ্র এবং এটি একটি একদন্তী লিগ্যান্ড। 

এছাড়া আমরা জানি, নাইট্রোজেনের সর্ববহিঃস্থ শক্তিস্তরে 5 টি ইলেকট্রন থাকে যার তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করে অ্যামোনিয়া অনু গঠন করে এবং অবশিষ্ট একজোড়া ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে থাকে। অ্যামোনিয়া এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে লিগ্যান্ড হিসেবে কাজ করে।

এটি খুব সহজেই কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা জটিল আয়ন বা যৌগ গঠন করে। 

এই কারণেই অ্যামোনিয়া একটি উৎকৃষ্ট লিগ্যান্ড।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে অ্যামোনিয়া উৎকৃষ্ট লিগ্যান্ড কেন?  বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন