আধানের উপর ভিত্তি করে লিগান্ড এর শ্রেণীবিভাগ -রসায়ন [২০২৩]

আধানের উপর ভিত্তি করে লিগান্ড এর শ্রেণীবিভাগ:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি আপনারা “আধানের উপর ভিত্তি করে লিগান্ড এর শ্রেণীবিভাগ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

আধানের উপর ভিত্তি করে লিগান্ড এর শ্রেণীবিভাগ

আধানের উপর ভিত্তি করে লিগান্ড এর শ্রেণীবিভাগ

আধান বা চার্জের উপর ভিত্তি করে লিগান্ড তিন প্রকার।

১. আধান নিরপেক্ষ লিগ্যান্ড। 

২. ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। 

৩. ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। 

১. আধান নিরপেক্ষ লিগ্যান্ডঃ 

এই লিগ্যান্ডগুলির কোন আধান বা চার্জ থাকেনা। 

যেমনঃ NH₃ ; CO ; NO ; H₂O ; PH₃ ; R-O-R ; R- NH₂ ; 

C₆H₅-NH₂  .

২. ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ডঃ

এ ধরনের লিগ্যান্ড ঋনাত্বক চার্জ যুক্ত হয়ে থাকে। 

যেমনঃ  OH- ; Cl- ; CN- ; NO₂- ; SCN-.

৩. ধনাত্মক চার্জযুক্ত লিগ্যান্ডঃ 

এই লিগ্যান্ড গুলি ধনাত্মক আধানযুক্ত হয়ে থাকে।

যেমনঃ NO+ ; NO₂+ ; Cl+ .

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে আধানের উপর ভিত্তি করে লিগান্ড এর শ্রেণীবিভাগ বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন