ম্যাঙ্গানিজের বিভিন্ন অক্সাইডের নাম সংকেত ও বর্ণ - রসায়ন [২০২৩]

ম্যাঙ্গানিজের বিভিন্ন অক্সাইডের নাম সংকেত ও বর্ণ। :  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “ম্যাঙ্গানিজের বিভিন্ন অক্সাইডের নাম সংকেত ও বর্ণ। ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

ম্যাঙ্গানিজের বিভিন্ন অক্সাইডের নাম সংকেত ও বর্ণ -

ম্যাঙ্গানিজের বিভিন্ন অক্সাইডের নাম সংকেত ও বর্ণ।

ম্যাঙ্গানিজের বিভিন্ন অক্সাইড এর নাম সংকেত, জারণ অবস্থা, রাসায়নিক প্রকৃতি ও বর্ণ নিম্নরূপঃ 

১. ম্যাঙ্গানাস অক্সাইড বা ম্যাঙ্গানাস(II) অক্সাইড। 

এর সংকেত MnO.

যৌগটিতে ম্যাঙ্গানিজ এর জারণ অবস্থা +2. 

ম্যাঙ্গানাস অক্সাইড একটি শক্তিশালী ক্ষারীয় অক্সাইড। 

এর বর্ণ হালকা গোলাপি। 

২. ম্যাঙ্গানিজ অক্সাইড বা ম্যাঙ্গানিজ (III) অক্সাইড। 

এর সংকেত Mn₂O₃.

যৌগটিতে ম্যাঙ্গানিজ এর জারণ অবস্থা +3.

ম্যাঙ্গানিজ অক্সাইড একটি মৃদু ক্ষারীয় অক্সাইড। 

এর বর্ণ গোলাপি।

৩. ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড বা ম্যাঙ্গানিজ (IV) অক্সাইড। 

এর সংকেত MnO₂.

যৌগটিতে ম্যাঙ্গানিজ এর জারণ অবস্থা +4. 

ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। 

এর বর্ণ বাদামী। 

৪. ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড বা ম্যাঙ্গানিজ (VI) অক্সাইড।

এর সংকেত MnO₃.

জারণ অবস্থা +6.

এটি একটি অম্লধর্মী অক্সাইড। যৌগটির বর্ণ সবুজ। 

৫. ম্যাঙ্গানিজ হেপ্টাক্সাইড বা ম্যাঙ্গানিজ (VII) অক্সাইড। 

এর সংকেত Mn₂O₇ .

জারণ অবস্থা +7.

এটি অতি অম্লধর্মী অক্সাইড।

যৌগটির বর্ণ গাঢ় বেগুনি।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ম্যাঙ্গানিজের বিভিন্ন অক্সাইডের নাম সংকেত ও বর্ণ।  বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন