পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য কি? - রসায়ন [২০২৩]

পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য কি? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা “পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য কি?

পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য কি?

পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. কোন মৌল যখন ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে তখন তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। 

অপরদিকে, পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌলের সর্বোচ্চ যোজনী হতে সক্রিয় যোজনী বিয়োগ করলে যে যোজনী পাওয়া যায় তাকে সুপ্ত যোজনী বলে।

২. পরিবর্তনশীল যোজনী কখনো শূন্য হতে পারে না। 

কিন্তু, সুপ্ত যোজনী শূন্য হতে পারে।

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য কি?  বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন