নিরুদক কি? - রসায়ন [২০২৩]

নিরুদক কি? :  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি আপনারা “নিরুদক কি? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

নিরুদক কি?

নিরুদক কি?

নিরুদকঃ যে সকল রাসায়নিক যৌগের পানির প্রতি প্রবল আকর্ষণ থাকার কারণে সরাসরি পানি অণু শোষণ করে অথবা জৈব যৌগের অণুস্হিত পানির উপাদান হতে পানি অণু গঠনের মাধ্যমে পানি শোষণ করতে সক্ষম তাদেরকে নিরুদক বলে। 

যেমনঃ  গাঢ় H₂SO₄ ; P₂O₅ ; KHSO₄ ; Al₂O₃ ; H₃PO₄।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে নিরুদক কি?  বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন