কৌণিক বেগ কাকে বলে? [২০২৩] | কৌণিক বেগ এর একক ও মাত্রা কি? [২০২৩]

কৌণিক বেগ কাকে বলে? এর একক ও মাত্রা কি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “কৌণিক বেগ কাকে বলে? এর একক ও মাত্রা কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

কৌণিক বেগ কাকে বলে?

কৌণিক বেগ কাকে বলে?

বৃত্তাকার পথে কোন বস্তু বা বস্তকণার কৌণিক সরণের হারকে উক্ত বস্তু বা বস্তু কণার কৌনিক বেগ বলে। একে ω বা Ω (গ্রিক বর্ণ ওমেগা) দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক বেগ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এটি একটি ভেক্টর রাশি।

এস.আই. পদ্ধতিতে কৌণিক বেগ এর একক হলো রেডিয়ান প্রতি সেকেন্ড। এছাড়া একে ডিগ্রি প্রতি সেকেন্ড অথবা ঘূর্ণন প্রতি সেকেন্ডে (revolution per second- rps), ঘূর্ণন প্রতি মিনিট (revolution per minute-rpm) বা ঘূর্ণন প্রতি ঘণ্টাতেও (revolution per hour-rph) প্রকাশ করা হয়।

কৌণিক বেগের মাত্রা : [ ω ] = [রৈখিক বেগ/ব্যাসার্ধ] = [LT-1]/[L] = [T-1]

ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগ সমান কেন?

পাখার প্রতিটি কণা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে সমান সময়ে সমান কোণ উৎপন্ন করে অর্থাৎ সমান সময়ে সমান কৌণিক দূরত্ব অতিক্রম করে। তাই প্রতিটি কণার কৌণিক বেগ একই থাকে।

রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে পার্থক্য কি?

রৈখিক বেগ

  • রৈখিক সরণের হারকে রৈখিক বেগ বলে।
  • রৈখিক বেগের মাত্রা LT-1
  • রৈখিক বেগের একক ms-1
  • সমতলীয় একমাত্রিক ও বৃত্তীয় গতি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
  • সম কৌণিক বেগে ঘূর্ণনরত দৃঢ় বস্তু বিভিন্ন কণার রৈখিক বেগ বিভিন্ন।

কৌণিক বেগ

  • কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে।
  • কৌণিক বেগের মাত্রা T-1
  • কৌণিক বেগের একক rads-1
  • কেবল মাত্র বৃত্তীয় গতির ক্ষেত্রে প্রযোজ্য।
  • সম কৌণিক বেগে ঘূর্ণনরত দৃঢ় বস্তু প্রত্যেক কণার কৌণিক বেগ সমান।


আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে কৌণিক বেগ কাকে বলে? এর একক ও মাত্রা কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন