সন্নিবেশ সংখ্যা কি? -রসায়ন [২০২৩]

সন্নিবেশ সংখ্যা কি?:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি আপনারা “সন্নিবেশ সংখ্যা কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

সন্নিবেশ সংখ্যা কি?

সন্নিবেশ সংখ্যা কি?

সন্নিবেশ সংখ্যাঃ জটিল যৌগ গঠন কালে কেন্দ্রীয় আয়নের সাথে যে কয়টি লিগ্যান্ড যুক্ত হয়, সেই লিগ্যান্ডের সংখ্যাকে কেন্দ্রীয় ধাতব আয়ন এর সন্নিবেশ সংখ্যা বলে।

যেমনঃ টেট্রা অ্যামিন কিউপ্রিক আয়নের [Cu(NH₃)₄]²+  সন্নিবেশ সংখ্যা 4. কারণ এখানে কেন্দ্রীয় আয়ন কপার এর সাথে চারটি অ্যামোনিয়া লিগ্যান্ড হিসেবে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে সন্নিবেশ সংখ্যা কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন