নাইট্রোজেনের উৎস ও গুরুত্ব: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “নাইট্রোজেনের উৎস ও গুরুত্ব” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
নাইট্রোজেনের উৎস ও গুরুত্ব
নাইট্রোজেনের উৎসঃ
- বায়ুমণ্ডল
- জীবের শরীর
- খনিজ পদার্থ
গুরুত্বঃ বায়ুমন্ডলে নাইট্রোজেনের গুরুত্ব অপরিসীম। বায়ুতে নাইট্রোজেন না থাকলে শ্বাস-প্রশ্বাসের সাথে অতিরিক্ত অক্সিজেন গ্রহণের ফলে জীবদেহের অভ্যন্তরস্থ দহন ক্রিয়া অতি দ্রুত সম্পন্ন হতো। যার ফলে জীবন ধারণ সম্ভব হতো না। অক্সিজেনের সাথে নাইট্রোজেন মিশ্রিত থাকায় বায়ু লঘু থাকে এবং শ্বাসকার্য ও দহন ক্রিয়া সুষ্ঠু ও পরিমিতভাবে সম্পন্ন হয়।
এছাড়া নাইট্রোজেন হতে অ্যামোনিয়া, ইউরিয়া, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাইটসহ প্রভৃতি অসংখ্য গুরুত্বপূর্ণ যৌগ পাওয়া যায়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে নাইট্রোজেনের উৎস ও গুরুত্ব বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।