ক্ষয়কারী রাসায়নিক পদার্থ কি কি?- রসায়ন [২০২৩]

ক্ষয়কারী রাসায়নিক পদার্থ কি কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা “ক্ষয়কারী রাসায়নিক পদার্থ কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ক্ষয়কারী রাসায়নিক পদার্থ কি কি?

ক্ষয়কারী রাসায়নিক পদার্থ কি কি?

ক্ষয়কারী রাসায়নিক পদার্থসমূহ হচ্ছে খনিজ গাঢ় এসিড ( HCl, HNO₃, H₂SO₄, HClO₄), ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, চুন, ব্লিচিং পাউডারের দ্রবণ, লিকার অ্যামোনিয়া( NH₄OH), ড্রেইন ক্লিনার, শ্বেত ফসফরাস, Fe, ক্ষারের গাঢ় দ্রবণ ( NaOH, KOH), H₂O₂ ; AgNO₃ ইত্যাদি।

আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ক্ষয়কারী রাসায়নিক পদার্থ কি কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন