মনোস্যাকারাইড কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “মনোস্যাকারাইড কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
মনোস্যাকারাইড কাকে বলে?
যেসকল কার্বোহাইড্রেটকে পানি বিশ্লেষণের দ্বারা ক্ষুদ্রতর অণুতে পরিণত করা যায় না তাদেরকে মনোস্যাকারাইড বলে।
এদের সাধারণ সংকেত:
(Cn H₂n On) এবং তাদের অণুতে তিন হতে আটটি কার্বন পরমাণু থাকতে পারে।
যেমনঃ পেন্টোজ (C₅H₁₀O₅), গ্লুকোজ (C₆H₁₂O₆) ইত্যাদি।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে মনোস্যাকারাইড কাকে বলে? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।
![মনোস্যাকারাইড কাকে বলে? - রসায়ন [২০২৩] মনোস্যাকারাইড কাকে বলে? - রসায়ন [২০২৩]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXyjuAdWc0VkaveyEx8xYYyOfbkqBDkqk9pIDsBEriqtwrcoNpmGzTR3A4NnwPseiN3oxnAefYtkrWs4C5ERC9Pn4GP3B0je948VL9FIMdhhcdEJ-nfJIWEYvMDwKYf-AFKpF1HrzNd4D63K7ZsleC1GByiCr8Cy2ygV4unH1VJlOPhGpCmQnqnyl7hg/w640-h366/%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A1%20%E0%A6%95%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87.png)