এক্সরের ব্যবহার কি? -রসায়ন [২০২৩]

এক্সরের ব্যবহার কি?:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “এক্সরের ব্যবহার কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

এক্সরের ব্যবহার কি?

এক্সরের ব্যবহার কি?

এক্সরের ব্যবহার নিম্নরূপঃ

১. স্থানচ্যুত হাড়, হাড়ের ফাটল, ভেঙ্গে যাওয়া হাড় ইত্যাদি এক্সরের সাহায্যে খুব সহজে শনাক্ত করা যায়। 

২. মুখমণ্ডলের যেকোনো ধরনের রোগ নির্ণয় এক্সরের ব্যবহার অনেক। যেমন- দাঁতের গোড়ায় ঘা এবং ক্ষয় নির্ণয়ে এক্স-রে ব্যবহার করা হয়।

৩. পেটের এক্সরের সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায়।

৪. x-ray এর সাহায্যে পিত্তথলি ও কিডনির পাথর শনাক্ত করা যায়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে এক্সরের ব্যবহার কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন