পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি - রসায়ন [২০২৩]

পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি:  আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। আমি জানি আপনারা “পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।

পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি - রসায়ন [২০২৩]

পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি

মূলনীতিঃ পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড ও চুন / ক্যালসিয়াম অক্সাইড/ কুইকলাইম (CaO) অথবা কলিচুন/ স্ল্যাকেড লাইম/ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের {Ca(OH)₂} মিশ্রনকে উত্তপ্ত করলে অ্যামোনিয়া (NH₃) গ্যাস উৎপন্ন হয়। 

বিক্রিয়াঃ

  • 2NH₄Cl + CaO ----> 2NH₃ + CaCl₂ + H₂O
  • 2NH₄Cl + Ca(OH)₂ ----> 2NH₃ + CaCl₂ + 2H₂O

বর্ণনাঃ 

একটি টেস্টটিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড ও এর দ্বিগুণ পরিমাণ শুষ্ক কলিচুন বা চুন নেওয়া হয়। এরপর টেসটিউবের মুখে কর্কের সাহায্যে একটি নির্গম নল যুক্ত করে টেস্টটিউবটিকে স্ট্যান্ডের সাথে আটকানো হয়। এবার টেস্টটিউবটিকে ধীরেধীরে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অ্যামোনিয়া গ্যাস শ্বাসরোধী ও বায়ুর থেকে হালকা হওয়ায় পানির নিম্নমুখী অপসারন দ্বারা গ্যাসজারে সংগ্রহ করা হয়।



আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন