ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলোতে পর্যটনকেন্দ্র গড়ে উঠেছে কেন?

ক. প্রাকৃতিক সম্পদের জন্য 

খ. প্রাকৃতিক সৌন্দর্যের জন্য 

গ. খনিজ সম্পদের জন্য 

ঘ. জনসংখ্যার জন্য

সঠিক উত্তর : খ

২. পৃথিবীর আয়তনের কত ভাগ স্থল?

ক. ২৭ ভাগ

খ. ২৮ ভাগ

গ. ২৯ ভাগ

ঘ. ৩১ ভাগ

সঠিক উত্তর : গ

৩. পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতা কোন মহাদেশে অবস্থিত?

ক. ইউরোপ

খ. আফ্রিকা 

গ. এশিয়া

ঘ. উত্তর আমেরিকা

সঠিক উত্তর : গ

৪. এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি কেমন?

ক. সমভাবাপন্ন

খ. বৈচিত্র্যপূর্ণ 

গ. চরমভাবাপন্ন

ঘ. শীতল

সঠিক উত্তর : খ

৫. পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?

ক. সুপেরিয়র

খ. কাস্পিয়ান সাগর

গ. মিশিগান

ঘ. ভিক্টোরিয়া

সঠিক উত্তর : খ

৬. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

ক. কেওক্রাডং

খ. মাউন্ট এভারেস্ট 

গ. তাজিনডং

ঘ. আন্দিজ

সঠিক উত্তর : খ

৭. মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মিটার?

ক. ৮,৮০৫ মিটার খ. ৮,৮৫১ মিটার 

গ. ৮,৮৫০ মিটার ঘ. ৮,৮৫৫ মিটার

সঠিক উত্তর : গ

৮. ব্রিটিশ–ভারতের জরিপ বিভাগের প্রধান কে ছিলেন?

ক. স্যার মাউন্ট এভারেস্ট 

খ. রাধানাথ শিকদার 

গ. এডমন্ড হিলারি 

ঘ. স্যার জর্জ এভারেস্ট

সঠিক উত্তর : ঘ

৯. মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিলেন কে?

ক. এডমন্ড হিলারি 

খ. স্যার জর্জ এভারেস্ট 

গ. রাধানাথ শিকদার 

ঘ. হরনাথ শিকদার

সঠিক উত্তর : গ

১০. এশিয়া মহাদেশের জলবায়ু কী রূপ

ক. নিরক্ষীয় খ. নাতিশীতোষ্ণ 

গ. বৈচিত্র্যপূর্ণ ঘ. মৌসুমি

সঠিক উত্তর : গ

১১. মধ্য এশিয়ার জলবায়ু কী রূপ?

ক. নিরক্ষীয় খ. ভূমধ্যসাগরীয় 

গ. মৌসুমি ঘ. মরু অঞ্চলীয়

সঠিক উত্তর : গ

১২. কোন মহাদেশে জনসংখ্যার চাপ বেশি?

ক. এশিয়া খ. ইউরোপ 

গ. আমেরিকা ঘ. অস্ট্রেলিয়া

সঠিক উত্তর : ক

১৩. পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?

ক. ভারত খ. চীন 

গ. জাপান ঘ. ফিলিপাইন

সঠিক উত্তর : খ

১৪. পৃথিবীর দ্বিতীয় প্রধান পাট উৎপাদনকারী দেশ কোনটি?

ক. নেপাল খ. ভুটান 

গ. জাপান ঘ. বাংলাদেশ

সঠিক উত্তর : ঘ

১৫. চা উৎপাদনে বিশ্বে প্রথম কোন দেশ?

ক. ভারত খ. চীন 

গ. শ্রীলঙ্কা ঘ. বাংলাদেশ

সঠিক উত্তর : খ

১৬. বিশ্বের দ্বিতীয় প্রধান চা উৎপাদনকারী দেশ কোনটি?

ক. ভারত খ. শ্রীলঙ্কা 

গ. চীন ঘ. বাংলাদেশ

সঠিক উত্তর : ক

১৭. জাপান পৃথিবীর কততম শিল্পসমৃদ্ধ দেশ?

ক. প্রথম খ. দ্বিতীয় 

গ. তৃতীয় ঘ. চতুর্থ

সঠিক উত্তর : গ

১৮. মহাসাগর বলতে কী বোঝায়?

ক. বারিমণ্ডলের বিস্তীর্ণ লবণাক্ত জলরাশি 

খ. স্বল্প আয়তনবিশিষ্ট জলরাশি 

গ. সব মহাসাগরীয় পানির আন্তঃসংযোগ ব্যবস্থা 

ঘ. ভূখণ্ড দ্বারা বেষ্টিত বিস্তীর্ণ জলরাশি

সঠিক উত্তর : ক

১৯. মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তনবিশিষ্ট জলরাশিকে কী বলে?

ক. সাগর খ. উপসাগর 

গ. হ্রদ ঘ. নদী

সঠিক উত্তর : ক

২০. পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ পানি?

ক. ৭১ খ. ৭২ 

গ. ৭৪ ঘ. ৭৬

সঠিক উত্তর : ক

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন