বদ্ধ সিস্টেম কাকে বলে? তাপগতিবিদ্যার ২য় সূত্রের মূল বিষয়গুলাে লিখ [2023]

বদ্ধ সিস্টেম কাকে বলে? তাপগতিবিদ্যার ২য় সূত্রের মূল বিষয়গুলাে লিখ:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “বদ্ধ সিস্টেম কাকে বলে? তাপগতিবিদ্যার ২য় সূত্রের মূল বিষয়গুলাে লিখ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

বদ্ধ সিস্টেম কাকে বলে? তাপগতিবিদ্যার ২য় সূত্রের মূল বিষয়গুলাে লিখ

বদ্ধ সিস্টেম কাকে বলে? তাপগতিবিদ্যার ২য় সূত্রের মূল বিষয়গুলাে লিখ

যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে বদ্ধ সিস্টেম (Closed system) বলে।

তাপগতিবিদ্যার ২য় সূত্রের মূল বিষয়গুলাে নিম্নরূপ:

i. স্বতঃস্ফূর্ত বা স্বতঃপ্রণােদিত কোনাে প্রক্রিয়ায় কোনাে ব্যবস্থার এনট্রপি কখনও হ্রাস পায় না। অর্থাৎ এনট্রপির পরিবর্তন dS হলে, সর্বদাই dS ≥ 0 হয়।

ii. কিছু পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব নয়। অর্থাৎ 100% দক্ষতার ইঞ্জিন বা আদর্শ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়।

iii. কাজ করা ব্যতীত নিম্ন তাপমাত্রার স্থান হতে উচ্চ তাপমাত্রার স্থানে তাপশক্তি স্থানান্তর করা সম্ভব নয়। এ নীতি ব্যবহার করেই রেফ্রিজারেটর তৈরি করা হয়েছে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে বদ্ধ সিস্টেম কাকে বলে? তাপগতিবিদ্যার ২য় সূত্রের মূল বিষয়গুলাে লিখ বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন