ক্যাটিনেশন কাকে বলে? | অ্যালকেন এর ভৌত ধর্ম [2023]

ক্যাটিনেশন কাকে বলে? অ্যালকেন এর ভৌত ধর্ম:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ক্যাটিনেশন কাকে বলে? অ্যালকেন এর ভৌত ধর্ম” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ক্যাটিনেশন কাকে বলে? | অ্যালকেন এর ভৌত ধর্ম

ক্যাটিনেশন কাকে বলে? 

একই মৌলের বহু সংখ্যক পরমাণুর পর পর যুক্ত হয়ে শিকল রচনা করার বৈশিষ্ট্যকে ক্যাটিনেশন (Catenation) বলে। ল্যাটিন ভাষায়, ‘Catena’ মানে চেইন। যেমন– পেন্টেনে ‘৫ কার্বনের চেইন’ ক্যাটিনেশনের উদাহরণ।

H3C-CH2-CH2- CH2-CH3

ক্যাটিনেশনের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ফুলারিন যা কার্বনের একটি ত্রিমাত্রিক পলিমারীয় রূপভেদ। sp2 সংকরিত ৬০ কার্বনের (C60) এ কাঠামোটি দেখতে অনেকটা ফুটবলের মত।

অ্যালকেন এর ভৌত ধর্ম

অ্যালকেনের কয়েকটি ভৌত ধর্ম নিচে তুলে ধরা হলোঃ

  • অ্যালকেনসমূহ বর্ণহীন ও প্রায় গন্ধহীন উদ্বায়ী যৌগ।
  • এরা পানিতে অদ্রবণীয়, তবে বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবণীয়।
  • তরল ও কঠিন অবস্থায় এরা পানি অপেক্ষা হালকা।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ক্যাটিনেশন কাকে বলে? অ্যালকেন এর ভৌত ধর্ম বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন