মূলদ ও অমূলদ সংখ্যার পার্থক্য কি: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “মূলদ ও অমূলদ সংখ্যার পার্থক্য কি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
মূলদ ও অমূলদ সংখ্যার পার্থক্য কি?
মূলদ ও অমূলদ সংখ্যার পার্থক্য নিম্নে দেওয়া হলোঃ
মূলদ সংখ্যা
যে সংখ্যাটিকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল (শূন্য ব্যতীত) হিসেবে প্রকাশ করা যায়, তাকে মূলদ সংখ্যা বলে।
মূলদ সংখ্যার দশমিকে প্রকাশ হয় সসীম, না হয় পৌনঃপুনিক হবে।
প্রত্যেক সসীম সংখ্যাই মূলদ।
উদাহরণঃ 5, 3/4।
অমূলদ সংখ্যা
যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল হিসেবে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে।
অমূলদ সংখ্যার দশমিকে প্রকাশ অসীম কিন্তু পৌনঃপুনিক হবে না।
প্রত্যেক অসীম কিন্তু পৌনঃপুনিক নয়, এমন দশমিক সংখ্যা অমূলদ।
উদাহরণঃ √2, π
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে মূলদ ও অমূলদ সংখ্যার পার্থক্য কি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।