আইকন কি? আইকন কত প্রকার ও কি কি: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “আইকন কি? আইকন কত প্রকার ও কি কি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
আইকন কি? আইকন কত প্রকার ও কি কি?
আইকন অর্থ প্রতীক বা ছবি। এ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো প্রকাশের জন্য ভিন্ন ভিন্ন এবং ছােট ছােট প্রতীক বেছে নেওয়া হয়।
সেইগুলােকেই আইকন নামে অভিহিত করা হয়। আইকন তিন প্রকার; যথা- ১) প্রােগ্রাম আইটেপ আইকন, ২) এ্যপ্লিকেশন আইকন ও ৩) ডকুমেন্ট আইকন।
আইকন ব্যবহারের সুবিধা হলাে ডস-এ কমান্ড মনে রাখা বা বিভিন্ন নির্দেশ পালনের জন্য বারবার কমান্ড টাইপ করার প্রয়ােজন হয় না।
মাউসের সাহায্যে আইকনটিকে ডাবল ক্লিক করে অ্যাপ্লিকেশন প্রােগ্রাম চালু বা বন্ধ অথবা সেটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়।
তাছাড়া ছবি দেখে কোনটি কোন অ্যাপ্লিকেশন প্রােগ্রাম বা কোনটি কোন ধরনের ফাইল তা বুঝা যায়। একটি আইকন একটি উইন্ডাে কিংবা একাধিক উইন্ডাে গ্রুপকে নির্দেশ করতে পারে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে আইকন কি? আইকন কত প্রকার ও কি কি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।