জীবাত্মা কাকে বলে? ‘জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই’- ব্যাখ্যা করো: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “জীবাত্মা কাকে বলে? ‘জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই’- ব্যাখ্যা করো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
জীবাত্মা কাকে বলে? ‘জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই’- ব্যাখ্যা করো
আত্মা বা পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করে তখন তাকে জীবাত্মা বলে।
‘জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই’- ব্যাখ্যা করো।
জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই। ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। এ পরমাত্মা জীবের মধ্যে অবস্থান করেন বলেই জীবের চেতনাশক্তি আছে।
এই চেতনাই জীবাত্মা। মানুষের মৃত্যুর মাধ্যমে কেবল দেহের ধ্বংস হয়। কিন্তু আত্মা বেঁচে থাকে। আত্মার শুধু স্থানান্তর ঘটে। এ কারণেই বলা হয় জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে জীবাত্মা কাকে বলে? ‘জীবাত্মার ধ্বংস বা মৃত্যু নেই’- ব্যাখ্যা করো বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।