রেশম কি? | পশম ও রেবিমুখী ঝোঁকে ডায়ােডের ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায় কেন?শমের মধ্যে পার্থক্য কি? [2023]

রেশম কি? পশম ও রেবিমুখী ঝোঁকে ডায়ােডের ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায় কেন?শমের মধ্যে পার্থক্য কি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “রেশম কি? পশম ও রেবিমুখী ঝোঁকে ডায়ােডের ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায় কেন?শমের মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

রেশম কি? | পশম ও রেবিমুখী ঝোঁকে ডায়ােডের ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায় কেন?শমের মধ্যে পার্থক্য কি?

রেশম কি? পশম ও রেবিমুখী ঝোঁকে ডায়ােডের ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায় কেন?শমের মধ্যে পার্থক্য কি?

তড়িৎ উৎসের ঋণাত্মক ও ধনাত্মক প্রান্তকে যথাক্রমে জংশনের p ও n অঞলের সাথে যুক্ত করা হলে তাকে বিমুখী ঝোঁক বলে।

বিপরীত ঝোঁকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের আকর্ষণে p অঞ্চলের হােলগুলাে এবং ধনাত্মক প্রান্তের আকর্ষণে n অঞ্চলের ইলেকট্রনগুলাে জংশন হতে দূরে সরে যায়। 

এতে n অঞ্চল হতে কিছু ইলেকট্রন ব্যাটারির ধনাত্মক প্রান্তে গমন করায় নিঃশােষিত অঞলে ধনাত্মক আয়নের সংখ্যা বৃদ্ধি পায় এবং এর বিভব বৃদ্ধি পায়।

আবার, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত হতে ইলেকট্রন এসে p অঞলের কিছু হােলের সাথে যুক্ত হয়ে এদের ঋণাত্মক আয়নে পরিণত করে ফলে ঐ অংশের নিঃশেষিত অঞ্চলের বিভব হ্রাস পায়। 

অর্থাৎ বিমুখী ঝোঁকে জংশনের দুপাশের বিভব পার্থক্য বৃদ্ধি পায় এবং তদুপরি নিঃশেষিত অঞল বা ডিপ্লেশন লেয়ারের বেধ বৃদ্ধি পায়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে রেশম কি? পশম ও রেবিমুখী ঝোঁকে ডায়ােডের ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায় কেন?শমের মধ্যে পার্থক্য কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন