ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে? ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা [2023]

ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে? ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা।:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে? ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা।” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে? ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা

ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে? ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা।

যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ লােডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট (Dynamic website) বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্যে HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- পিএইচপি (PHP) বা এএসপি (ASP) ভাষা এবং এর সাথে ডেটাবেজ প্রয়ােজন।

ডাইনামিক ওয়েবসাইট-এর বৈশিষ্ট্য 

পরিবর্তনশীল তথ্য বা ইন্টারঅ্যাকটিভ ওয়েবপেজ থাকে।

রানটাইমের সময় পেইজের ডিজাইন বা কনটেন্ট পরিবর্তন হতে পারে।

ডেটাবেজ ব্যবহৃত হয় ফলে কুয়েরি করে তথ্য বের করার সুযােগ থাকে।

সময় ব্যবহারকারী তথ্য প্রদান বা তথ্য আপডেট করতে পারে।

ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা 

ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেইজ এর কনটেন্ট পরিবর্তন হতে পারে।

তথ্য বা বিষয়বস্তু আপডেট খুব দ্রুত করা যায়।

নির্ধারিত ব্যবহারকারিদের জন্য নির্ধারিত পেইজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়।

ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে।

অনেক বেশী তথ্য বহুল হতে পারে।

আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ লে-আউট তৈরি করা যায়।

ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা 

ডেটাবেজ ব্যবহৃত হয় ফলে ব্যবহারকারীর ব্রাউজারে লােড হতে বেশি সময় নেয়।

ডেভেলপ ও কন্ট্রোল করা তুলনামূলক জটিল।

খরচ বেশি।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে? ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা। বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন