এইচটিএমএল লেখার জন্য কি কি প্রয়োজন? [2023]

এইচটিএমএল লেখার জন্য কি কি প্রয়োজন?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “এইচটিএমএল লেখার জন্য কি কি প্রয়োজন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

এইচটিএমএল লেখার জন্য কি কি প্রয়োজন?

এইচটিএমএল লেখার জন্য কি কি প্রয়োজন?

এইচটিএমএল লেখার জন্য আলাদা কোন টেক্সট এডিটর সফটওয়্যার ব্যবহার না করলেও হবে, আপনার কম্পিউটারে Notepad নামে যে টেক্সট এডিটর আছে সেখানেই কোড লিখতে পারবেন। 

তবে নােটপ্যাডের উন্নত সংস্করণ Notepad + + বা আরও উন্নত এডিটর যেখানে আপনি একই সাথে কোড লিখতে ও তার আউটপুট দেখতে পারবেন যেমন- Adobe Dreamweaver, HTML Kit ব্যবহার করতে পারেন আপাতত আমি আপনাদের Notepad + + ব্যবহার করতে বলব। এবার এইচটিএমএল কোডকে রান করানাের জন্য যেকোন একটি ব্রাউজার হলেই হবাে যেমনঃ Internet Explorer, Mozilla Firefox, Google Chrome ইত্যাদি।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে এইচটিএমএল লেখার জন্য কি কি প্রয়োজন? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন