ফেজ লিমিটার কি? ফেজ লিমিটার এর কাজ কি: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ফেজ লিমিটার কি? ফেজ লিমিটার এর কাজ কি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ফেজ লিমিটার কি? ফেজ লিমিটার এর কাজ কি?
ফেজ লিমিটার হচ্ছে এফএম রেডিও রিসিভারের একটি বিশেষ অংশ, যার মাধ্যমে পরিবর্তনশীল এফএম ইনপুট সিগন্যালের অ্যামপ্লিচ্যুডকে লিমিট করা হয়।
ফেজ লিমিটারের কাজ
এফএম রেডিও রিসিভারের একটি বিশেষ অংশ হলো লিমিটার। এফএম সিগন্যালের নির্দিষ্ট অ্যামপ্লিচিউড এর মধ্যে কোনো প্রকার অ্যামপ্লিচিউড মডুলেশনে উপস্থিত থাকলে এফএম ডিটেকশন পদ্ধতিতে লিমিটারের সাহায্যে তাকে দূর করা যায়।
এর ফলে এফ এম ডিসক্রিমিনেটরের কার্যপ্রণালি ভালোভাবে সাধিত হয়।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ফেজ লিমিটার কি? ফেজ লিমিটার এর কাজ কি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।