জুলফিকার কি? | বিদায় হজ্জ বলতে কী বোঝায়? [2023]

জুলফিকার কি? বিদায় হজ্জ বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “জুলফিকার কি? বিদায় হজ্জ বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

জুলফিকার কি? | বিদায় হজ্জ বলতে কী বোঝায়?জুলফিকার কি? বিদায় হজ্জ বলতে কী বোঝায়?

জুলফিকার হচ্ছে হযরত আলী (রা) এর তরবারির নাম, যেটি বদর যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য হযরত মোহাম্মাদ (স) থেকে পেয়েছিলেন। তরবারিটি আল্লাহর আদেশে হযরত জিব্রাইল (ফেরেশতা) এর মাধ্যেম আনা হয়েছিল। ঐতিহাসিক এই তলোয়ারটি দ্বি-ফলক বিশিষ্ট।

বিদায় হজ্জ বলতে কী বোঝায়?

হযরত মুহাম্মদ (স.) দশম হিজরিতে লক্ষাধিক সাহাবি নিয়ে যে হজ্জ পালন করেন তা বিদায় হজ্জ নামে পরিচিত।

সূরা আন-নাসর নাজিল হওয়ার পর মহানবি (স.) বুঝতে পারলেন যে, তার জীবন প্রায় শেষ। তাই তিনি ৬৩২ খ্রিষ্টাব্দে ২৬ ফেব্রুয়ারি লক্ষাধিক সাহাবিকে সাথে নিয়ে হজ্জ করতে মক্কা অভিমুখে রওয়ানা দেন। একে বিদায় হজ্জ বলে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে জুলফিকার কি? বিদায় হজ্জ বলতে কী বোঝায়? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন