রেশম কি? পশম ও রেশমের মধ্যে পার্থক্য কি? [2023]

রেশম কি? পশম ও রেশমের মধ্যে পার্থক্য কি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “রেশম কি? পশম ও রেশমের মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

রেশম কি? পশম ও রেশমের মধ্যে পার্থক্য কি?

রেশম কি? পশম ও রেশমের মধ্যে পার্থক্য কি?

রেশম কি? 

রেশম একটি পলি পেপটাইড তন্তু। এটি চারটি অ্যামিনো এসিডের সমন্বয়ে গঠিত। অ্যামিনো এসিডগুলো হলো- গ্লাইসিন (C₂H₅NO₂), অ্যালানিন (C3H7NO2), সেরিন (C3H7NO3) এবং টাইরোসিন (C9H11NO3)।

রেশমের মধ্যে গ্লাইসিন (Glycine) এবং অ্যালানিন (Alanine) প্রায় ২ : ১ অনুপাতে বিদ্যমান থাকে। গ্লাইসিন এবং অ্যালানিন সিল্কের কেলাসন অঞ্চলে থাকে। আর অদানাদার অঞ্চলে সেরিন ও টাইরোসিন উপস্থিত থাকে।

রেশমের বৈশিষ্ট্য 

১. রেশম ইলাস্টিকধর্মী।

২. এটি তাপ অপরিবাহী এবং অধিক তাপ সংবেদী।

৩. এর নিজের আকার ধরে রাখার ক্ষমতা আছে।

৪. এর শোষণ ক্ষমতা অধিক।

রেশমের ব্যবহার 

১. বিভিন্ন ধরনের পোশাক তৈরিতে ব্যবহার করা হয়।

২. প্যারাসুট তৈরি করতে ব্যবহার করা হয়।

৩. সুতা এবং ফিতা তৈরিতে ব্যবহার করা হয়।

৪. গৃহসজ্জায় এটি ব্যবহৃত হয়।

৫. সার্জিক্যাল সুতা তৈরি হয় রেশম হতে।

পশম ও রেশমের মধ্যে পার্থক্য কি?

পশম ও রেশমের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:

পশম

  • পশম গঠিত হয় ক্যারোটিন দিয়ে।
  • ভেড়ার লোম হতে পশম পাওয়া যায়।
  • সূর্যালোকে পশমের ক্ষতি হয় না।

রেশম

  • রেশম গঠিত ফা ব্রেয়ন প্রোটিন দিয়ে।
  • রেশম পোকা হতে পাওয়া যায়।
  • রেশম সূর্যালোকে নষ্ট হয়ে যেতে পারে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে রেশম কি? পশম ও রেশমের মধ্যে পার্থক্য কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন