রাইডার ধ্রুবক 0.0001g বলতে কি বুঝ? - রসায়ন [২০২৩]

রাইডার ধ্রুবক 0.0001g বলতে কি বুঝ? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা “রাইডার ধ্রুবক 0.0001g বলতে কি বুঝ? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

রাইডার ধ্রুবক 0.0001g বলতে কি বুঝ?

রাইডার ধ্রুবক 0.0001g বলতে কি বুঝ?

রাইডার ধ্রুবক 0.0001g বলতে বুঝায় যে, পল বুঙ্গি ব্যালেন্সে কোন নমুনার ওজন পরিমাপের সময় ব্যালেন্সের বাম পাল্লায় নমুনা এবং ডান পাল্লায় নিদিষ্ট ওজন যুক্ত করার পর ব্যালেন্সের দাগাঙ্কিত বীমের উপর রাইডারকে প্রতি এক দাগ ডানে সরানোর জন্য বস্তুর ওজনের সঙ্গে 0.0001g ওজন যোগ করতে হবে।


আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে রাইডার ধ্রুবক 0.0001g বলতে কি বুঝ?  বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন