এইচএসসি (HSC) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায় সাজেশন [2023]

এইচএসসি (HSC) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায় সাজেশন:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “এইচএসসি (HSC) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায় সাজেশন” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

এইচএসসি (HSC) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায় সাজেশন

i) জ্ঞানমূলক প্রশ্ন

১। বিশ্বগ্রাম কী? (What is Global village?)

২। সামাজিক যোগাযোগমাধ্যম বলতে কী বোঝায়? (What is meant by Social communication media?)

৩। ই-মেইল কী? (What is E-mail?)

৪। বুলেটিন বোর্ড কী? (What is Bulletin board?)

৫। ভিডিও কনফারেন্সিং কী? (What is Video conferencing?)

৬। রিজার্ভেশন সিস্টেম কী? (What is Reservation system?)

৭। কৃত্রিম বুদ্ধিমত্তা কী? (What is Artificial intelligence?)

৮। রোবট কী? (What is Robot?)

৯। ন্যানো টেকনোলজি কী? (What is Nanotechnology?)

১০। ভার্চুয়াল রিয়ালিটি কী? (What is Virtual reality?)

১১। ই-কমার্স কী? (What is E-commerce?)

১২। আউটসোর্সিং কী? (What is Outsourcing?)

১৩। ফ্রি-ল্যান্সিং কী? (What is Freelancing?)

১৪। ফ্রি-ল্যান্সার কী?

১৫। রোবটিকস কী? (What is Robotics?)

১৬। ক্রায়োসার্জারি কী? (What is Cryosurgery?)

১৭। টেলিমেডিসিন কী? (What is Telemedicine?)

১৮। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী? (What is Genetic Engineering?)

১৯। বায়োমেট্রিক্স কী? (What is Biometrics?)

২০। বায়োইনফরমেটিক্স কী? (What is Bioinformatics?)

২১। হ্যাকিং কী? (What is Hacking?)

২২। প্লেজিয়ারিজম কী? (What is plagiarism?)

ii) অনুধাবনমূলক প্রশ্ন

১। ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তিটি ব্যাখ্যা ।

২। নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা ।

৩। ‘টেলিমেডিসিন এক ধরনের সেবা’—বুঝিয়ে লেখো।

৪। ‘যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে’—ব্যাখ্যা ।

৫। ইন্টারনেটে ঘরে বসেই আয় করা যায়—ব্যাখ্যা ।

৬। ‘হ্যাকিং নৈতিকতাবিরোধী কমকাণ্ড’—ব্যাখ্যা ।

৭। ‘স্বল্প দূরত্বে ডাটা আদান-প্রদানের মাধ্যম’—ব্যাখ্যা ।

৮। আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা ।

৯। ‘শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব’—ব্যাখ্যা ।

১০। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক—বুঝিয়ে লেখো।

১১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা ব্যাখ্যা ।

১২। ‘বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব’বুঝিয়ে লেখো।

১৩। বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব—ব্যাখ্যা।

১৪। ইন্টারনেট সময় ও দূরত্ব উভয়ই কমায়—ব্যাখ্যা ।

১৫। প্রযুক্তি ব্যবহারে ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ সহজতর করে—ব্যাখ্যা ।

১৬। ইন্টারনেটে কল্যাণে সারা বিশ্বই একটি গ্রাম—ব্যাখ্যা ।

১৭। ‘ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব’—বুঝিয়ে লেখো

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে এইচএসসি (HSC) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায় সাজেশন বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন