পলিয়েস্টার ফাইবারের ব্যবহার [২০২৩]

পলিয়েস্টার ফাইবারের ব্যবহার: প্রিয় পাঠক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই পলিয়েস্টার ফাইবারের ব্যবহার পোস্টে। আশা করি আপনারা এই পোস্টটি পড়ে কিছুটা হলেও লাভবান হবেন বলে আমাদের বিশ্বাস। 

আপনারা যদি আমাদের পলিয়েস্টার ফাইবারের ব্যবহার পোস্টটি পড়ে এতটুকুও উপকৃত হন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আলোচনা করা যাক।

পলিয়েস্টার ফাইবারের ব্যবহার


পলিয়েস্টার ফাইবারের ব্যবহার

  • দড়ি, মাছ ধরার জাল,পালের কাপড় এবং সেলাই সুতা তৈরিতে পলিয়েস্টর ফাইবার ব্যবহৃত হয়৷
  • ওভেন ও নিটেড কাপড় এবং ক্রিজ প্রুফ কাপড় ও ফার্নিশিং কাপড় তৈরিতে ব্যবহৃত হয়৷
  • কটন, উল ও ভিসকোসের সাথে ব্লেন্ডড করে বিভিন্ন অ্যাপারেল, শার্টং স্যুটিং এবং পর্দার কাপড় তৈরিতে ব্যবহৃত হয়৷
  • স্ট্যাপল পলিয়েস্টার ও কটন এর সাথে মিশ্রিত করে বিভিন্ন ধরনের পোশাক তৈরিতে ব্যবহৃত হয়৷
  • শিল্পকারখানায় ব্যবহারের জন্য টায়ার কর্ড, কনভেয়র বেল্ট, স্ক্রিন কাপড়, ফিল্টার ক্লথ, মাছ ধরার জাল ইত্যাদি তৈরি হয়৷
  • ফায়ার এক্সটিংগুইশার এর পি.ভি.সি. পাইপের সাথে পলিয়েস্টার হোজ তৈরিতে ব্যবহৃত হয়৷
  • অ্যাসিড তৈরির কারখানায় প্রোটেকটিভ ক্লথ তৈরিতে ব্যবহৃত হয়৷
  • বিভিন্ন  অ্যাপারিলের ফার্নিশিং বাড়িতে সজ্জামূলক কাপড় এবং ইন্ডাস্ট্রিয়াল কাপড় তৈরিতে ব্যবহৃত হয়৷
  • গলিত পলিয়েস্টার দ্বারা কাগজ তৈরির মেশিন, ইনসুরেটিং টেপ ও উচ্চ হার্সপাওয়ারযুক্ত মোটর তৈরিতে ব্যবহৃত হয়৷

তো বন্ধুরা আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের মনোপুত হয়েছে। ‘পলিয়েস্টার ফাইবারের ব্যবহার’ এরকম আরো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমাদের  সাথেই থাকবেন বলে আশা করি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভ বিদায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন