রাজউকের লেনদেনের জন্য নির্ধারিত ব্যাংকসমূহের নাম ও ঠিকানা

আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য নিয়ে এসেছি “রাজউকের লেনদেনের জন্য নির্ধারিত ব্যাংকসমূহের নাম ও ঠিকানা”। আসা করি আপনাদের এই টপিক পছন্দ হবে। তো চলুন পড়া যাক:

রাজউকের লেনদেনের জন্য নির্ধারিত ব্যাংকসমূহের নাম ও ঠিকানা

রাজউক থেকে যে কোন ধরনের সেবা গ্রহন করতে হলে একটি নির্দিষ্ট পরিমান ফি প্রদান করতে হয়। যার জন্য রাজউক কতৃক কিছু ব্যাংক নির্ধারন করে দেওয়া আছে । লেনদেনের জন্য রাজউক কতৃক নির্ধারিত ব্যাংকসমূহের নাম ও ঠিকানা নিন্মে তুলে ধরা হল :


ব্যাংকের নাম : সোনালী ব্যাংক

ব্যাংকের ঠিকানা : রাজউক শাখা, রাজউক ভবন, ঢাকা-১০০০, ফোন : ৯৫৫-৩৩৯৬।


ব্যাংকের নাম : অগ্রণী ব্যাংক

ব্যাংকের ঠিকানা : রাজউক শাখা, রাজউক ভবন, ঢাকা-১০০০, ফোন : ৯৫৫-২১৫৯।


ব্যাংকের নাম : জনতা ব্যাংক

ব্যাংকের ঠিকানা : রাজউক শাখা, রাজউক ভবন, ঢাকা-১০০০, ফোন : ৯৫৫-২১৩৯ অথবা করপোরেট শাখা, মহাখালী, ঢাকা-১২১২, ফোন : ৯৮৯-৮৮৮৯, ৯৮৯-৮৭৫৬ এবং করপোরেট শাখা, উত্তরা, ঢাকা-১২৩০, ফোন : ৮৯১-৪২৩২, ৮৯২-২৫৮২।


ব্যাংকের নাম : স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

ব্যাংকের ঠিকানা : ফোন : ৮৮৩৩০০৩-৪।


আশা করি আপনারা রাজউকের লেনদেনের জন্য নির্ধারিত ব্যাংকসমূহের নাম ও ঠিকানা, টপিকটি বুঝতে পেরেছেন। যদি এই পোস্ট টি আপনার উপকারে আসে তা হলে শেয়ার করতে ভুলবেন না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন