স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি? [2023]

স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি

স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি?

উত্তর : স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো স্নায়ুকোষ বা নিউরন

জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

১। কোষ অঙ্গাণু কাকে বলে?

উত্তর : সাইটোপ্লাজমে সুনির্দিষ্ট আবরণীযুক্ত সজীব বস্তুগুলোকে কোষ অঙ্গাণু বলে।

২। DNA কোথায় থাকে?

উত্তর : DNA ক্রোমোজমে থাকে।

৩। নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কী?

উত্তর : নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ। প্রধানত এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়।

৪। অন্তঃশ্বসন কাকে বলে?

উত্তর : শ্বসন অঙ্গ থেকে অক্সিজেনের দেহকোষে গমন, কোষের ভেতরে, খাদ্যবস্তু জারণের মাধ্যমে শক্তি ও কার্বন ডাই-অক্সাইড উৎপাদন এবং কার্বন ডাই-অক্সাইডের শ্বসন অঙ্গে আসা পর্যন্ত সমগ্র প্রক্রিয়াকে অন্তঃশ্বসন বলে।

লক্ষণ : নিউমোনিয়া রোগের লক্ষণগুলো নিচে দেওয়া হলো–

(1) বেশি জ্বর হয়।

(2) কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে।

(3) কাশি ও শ্বাসকষ্ট হয়।

(4) শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন