তথ্য প্রযুক্তি কাকে বলে? তথ্য প্রযুক্তির উপাদান কি কি? []2023

তথ্য প্রযুক্তি কাকে বলে? তথ্য প্রযুক্তির উপাদান কি কি:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “তথ্য প্রযুক্তি কাকে বলে? তথ্য প্রযুক্তির উপাদান কি কি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।

 তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই। 

তথ্য প্রযুক্তি কাকে বলে? তথ্য প্রযুক্তির উপাদান কি কি?

তথ্য প্রযুক্তি কাকে বলে? তথ্য প্রযুক্তির উপাদান কি কি?

তথ্য দেওয়া-নেওয়া কিংবা সংরক্ষণ করার প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে।

তথ্য প্রযুক্তির উপাদান কি কি?

তথ্য প্রযুক্তিে অনেক ধরনের উপাদান রয়েছে। তবে বর্তমানে ব্যবহৃত উপাদানগুলো নিম্নে তুলে ধরা হলোঃ

১) কম্পিউটার ও অনান্য ডিভাইস (Computer and other devices)

২) কম্পিউটিং (Computing)

৩) রেডিও, টেলিভিশন, ফ্যাক্স  (Radio, Television, Fax)

৪) অডিও ও ভিডিও (Audio and Video)

৫) স্যাটেলাইট (Satellite)

৬) কম্পিউটার নেটওয়ার্ক (Computer network)

৭) ইন্টারনেট (Internet)

৮) মডার্ন টেলিযোগাযোগ (Modern Telecommunication)

৯) মডেম ইত্যাদি (Modem etc.)

অনুশীলনী

১। তথ্য প্রযুক্তি বলতে কী বোঝায়?

উত্তর : তথ্য আদান-প্রদান করার প্রযুক্তিকে।

২। তথ্য বাঁচিয়ে রাখতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে কী বলে?

উত্তর : তথ্যপ্রযুক্তি।

৩। তথ্যপ্রযুক্তি একসময় কারা ব্যবহার করত?

উত্তর : বিজ্ঞানীরা।

৪। তথ্য ও প্রযুক্তির ফলে পৃথিবীতে কী ঘটেছে?

উত্তর : বিপ্লব।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে তথ্য প্রযুক্তি কাকে বলে? তথ্য প্রযুক্তির উপাদান কি কি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন