নিবল কাকে বলে? নিবল অর্থ কি? [2023]

নিবল কাকে বলে? নিবল অর্থ কি:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “নিবল কাকে বলে? নিবল অর্থ কি” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।



নিবল কাকে বলে? 

এক বাইট বা এক অকটেট এর অর্ধেক পরিমাণকে নিবল বলে। এক নিবল অর্থ হচ্ছে চার বিট বা চারটি বাইনারি সংখ্যা


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. EBCDIC পূর্ণরূপ কী?

উত্তর : EBCDIC এর পূর্ণরূপ হলো Extended Binary Coded Decimal Information Code।

প্রশ্ন-২. সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?

উত্তর : সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়।

প্রশ্ন-৩. ওয়েব ব্রাউজার (Web browser) কি?

উত্তর : ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, উপস্থাপন করা এবং সংরক্ষণ করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েব ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা হয়।

প্রশ্ন-৪. MAN কাকে বলে?

উত্তর : একটি শহরের বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে সংযোগ তাকে MAN বলে।

প্রশ্ন-৫. বিসিডি (BCD) কি?

উত্তর : BCD শব্দের পূর্ণরূপ হলো Binary Coded Decimal। দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য চার (৪) বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে BCD কোড বলে।

প্রশ্ন-৬. হাইপারলিংক কি?

উত্তর : হাইপারলিংক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স (ঠিকানা)।

প্রশ্ন-৭. ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক কয় ধরনের?

উত্তর : ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক ৪ ধরনের।

প্রশ্ন-৮. যান্ত্রিক ভাষা কাকে বলে?

উত্তর : কম্পিউটার যন্ত্রটি সরাসরি যে ভাষা বুঝতে পারে সেই ভাষাকে যান্ত্রিক ভাষা বলে।

৯। <font> ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ ব্যাখ্যা কারো।

উত্তর : font tag এর সিনটেক্স হলো :

<font face = "fontname" color = "fontcolor" size = "sizenumber">

এখানে,

  1. face : ফন্টের নাম নির্ধারণ করে।
  2. color : ফন্টের রং নির্ধারণ করে।
  3. size : ফন্টের সাইজ নির্ধারণ করে দেয়া যায়।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে নিবল কাকে বলে? নিবল অর্থ কি বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন